অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর (EBC) মেধাবী শিক্ষার্থীদের জন্য পাওয়া যাচ্ছে বৃত্তি। ড. আম্বেদকর কেন্দ্রীয় স্পন্সরড স্কিম অফ পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপস (The Dr. Ambedkar Post-Matric Scholarships for Economically Backward Class (EBC) Students) যাহা সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের (Ministry of Social Justice and Empowerment) একটি প্রকল্প, যা EBC শিক্ষার্থীদের পোস্ট-ম্যাট্রিক শিক্ষা শেষ করতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
Table of Contents
ড. আম্বেদকর পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের উদ্দেশ্য কি?
- আর্থিক সহায়তা : পোস্ট-ম্যাট্রিক শিক্ষার সময় EBC শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানো, যার ফলে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।
- শিক্ষাগত অগ্রগতি : পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা এবং সামাজিক সমতা বজায় রাখার ব্যবস্তা করা।
এই বৃত্তির সুবিধাগুলি কি কি ? কি পাবেন এই বৃত্তিতে ?
এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করা হয়ে থাকে :
রক্ষণাবেক্ষণ ভাতা :
- গ্রুপ এ, যেমন মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিষ্ট্রেসন, কম্পিউটার সায়েন্স প্রভিতির ডিগ্রি ও স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে :
আবাসিক স্কলারদের জন্য মাস প্রতি ৭৫০ টাকা। | ডে স্কলারদের জন্য মাস প্রতি ৩৫০ টাকা। |
- গ্রুপ বি, যেমন ফার্মাসি, নার্সিং, এলএলবি, প্যারামেডিকেল কোর্সেস, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদিতে গ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে :
আবাসিক স্কলারদের জন্য মাস প্রতি ৫১০ টাকা। | ডে স্কলারদের জন্য মাস প্রতি ৩৩৫ টাকা। |
- গ্রুপ সি, বিএ, বিএসসি, বিকম ইত্যাদি কোর্সের ক্ষত্রে :
আবাসিক স্কলারদের জন্য মাস প্রতি ৪০০ টাকা। | ডে স্কলারদের জন্য মাস প্রতি ২১০ টাকা। |
- গ্রুপ সি, যেমন অন্যান্য পোস্ট-ম্যাট্রিক নন-ডিগ্রি কোর্স ,যেমন ভোকেশনাল , আইটিআই , পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে :
আবাসিক স্কলারদের জন্য মাস প্রতি ২৬০ টাকা। | ডে স্কলারদের জন্য মাস প্রতি ১৬০ টাকা। |
রিডার চার্জ : অন্ধ স্কলারদের জন্য রিডার চার্জ :
- অন্যান্য ভাতার সাথে সাথে অন্ধ ছাত্র-ছাত্রীদের রিডার চার্জ অতিরিক্ত দেওয়া হবে।
- গ্রুপ এ এবং বি -এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ₹১৭৫ টাকা রিডার চার্জ দেওয়া হবে।
- গ্রুপ সি -এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ₹১৩০ টাকা রিডার চার্জ দেওয়া হবে।
- গ্রুপ ডি -এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ₹৯০ টাকা রিডার চার্জ দেওয়া হবে।
স্টাডি টূর :
প্রযুক্তিগত ও পেশাদার কোর্সের ক্ষেত্রে প্রতি বছর সর্বোচ্চ ₹৯০০ টাকা পর্যন্ত প্রতিষ্ঠানের অনুমোদনের ভিত্তিতে স্টাডি টূর ভাতা দেওয়া হবে।
থিসিস টাইপিং/প্রিন্টিং চার্জ:
যারা রিসার্চ স্কলার তাদের থিসিস টাইপিং/প্রিন্টিং -এর চার্জ হিসেবে সর্বোচ্চ ₹১০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে । এর জন্য প্রতিষ্ঠানের HOD-এর অনুমোদন প্রয়োজন।
ড. আম্বেদকর পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন ?
ড. আম্বেদকর পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য যোগ্য ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন পরিচালিত। আবেদন করার জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের স্কলারশীপ পোর্টাল কিংবা জাতীয় স্কলারশীপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে জাতীয় পোর্টালে মাধ্যমে আবেদন করার পদ্ধতি বলা হল :
- ধাপ 1: জাতীয় বৃত্তি পোর্টালে যান এবং “নিউ রেজিস্ট্রেশন” এ ক্লিক করুন। রেজিস্ট্রেশনের জন্য নির্দেশিকা প্রদর্শিত হবে. নীচে স্ক্রোল করুন। অঙ্গীকারটি মনোযোগ সহকারে পড়ুন। শর্তাবলী স্বীকার করুন. “কন্টিনিউ” -তে ক্লিক করুন।
- ধাপ 2: একটি রেজিস্ট্রেশন ফর্ম প্রদর্শিত হবে. (* হিসাবে চিহ্নিত ক্ষেত্রগুলি বাধ্যতামূলকভাবে পূর্ণ করতে হবে)। বিস্তারিত পূরণ করুন এবং “রেজিস্টার” এ ক্লিক করুন। এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড প্রদর্শিত হবে। এটি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস হিসাবেও পেয়ে যাবেন।
- ধাপ 3: https://scholarships.gov.in/Students-এ যান। “Apply For Scholarship : Login” এ ক্লিক করুন। আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড লিখুন। ক্যাপচা টাইপ করুন এবং “লগইন” ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে। আপনাকে পাসওয়ার্ড রিসেট স্ক্রীনে নিয়ে যাওয়া হবে। একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং নিশ্চিত করুন। এরপর “Submit” বাটনে ক্লিক করুন। আপনাকে ড্যাশবোর্ডে পৌছে যাবেন।
- ধাপ 4: ড্যাশবোর্ডে “অ্যাপ্লিকেশন ফর্ম”-এ ক্লিক করুন। * হিসাবে চিহ্নিত ক্ষেত্রগুলি বাধ্যতামূলক ভাবে বিস্তারিত পূরণ করুন এবং নথি আপলোড করুন। আপনি আবেদনটি পরে সম্পূর্ণ করতে “খসড়া হিসাবে সংরক্ষণ করুন” এ ক্লিক করতে পারেন। অন্যথায়, আবেদন জমা করতে “ফাইনাল সাবমিট” এ ক্লিক করুন।
কারা কারা এই স্কলারশিপের জন্যে যোগ্য ??
- এই স্কলারশীপ সাধারণ শ্রেণিভুক্ত ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত হবে (তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না)।
- এই স্কলারশীপ সরকারী প্রতিষ্ঠানগুলিতে অনুসৃত সমস্ত স্বীকৃত পোস্ট-ম্যাট্রিকুলেশন বা পোস্ট-সেকেন্ডারি কোর্সের পাঠরত শিক্ষার্থীদের দেওয়া হবে।
- শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় অনধিক ১০০০০০ টাকা হতে হবে।
আরও অন্যান শর্তাবলী/নিয়মাবলী জানার জন্যে জাতীয় স্কলারশীপ পোর্টাল ভিজিট করতে পারেন ।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :
- মূল আবেদন পত্র , ফ্রেশ কিংবা রেনেওয়াল স্কলারশিপের জন্যে নির্ধারিত আবেদন পত্র।
- শিক্ষার্থীর স্বাক্ষরসহ সাম্প্রতিক পাসপোর্ট ফটোগ্রাফ ।
- উত্তীর্ণ হওয়া সাম্প্রতিক পরীক্ষার অ্যাটেস্টেড করা সার্টিফিকেট।
- অরিজিনাল ইনকাম সার্টিফিকেট ।
- ব্যাংক একাউন্টের বিবরণ।
ড. আম্বেদকর পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্প Economically Backword Class শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার এবং সমতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আর্থিক সহায়তা তাদের শিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করে, যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর সার্বিক উন্নয়নে সহায়তা করে।
বিস্তারিত তথ্য ও আবেদন নির্দেশিকার জন্য জাতীয় বৃত্তি পোর্টালে ভিজিট করতে পারেন। প্রতিবেদনটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন।
আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্যে মিলবে সরকারি সহায়তা, WBFS ফ্রীশিপ স্কিমের সুবিধাগুলি জেনে নিন।
আপনার মনে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs):
এখানে কোন বৃত্তির কথা আলোচনা করা হয়েছে ?
এই প্রতিবেদনে ড. আম্বেদকর কেন্দ্রীয় স্পন্সরড স্কিম অফ পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপস (The Dr. Ambedkar Post-Matric Scholarships for Economically Backward Class (EBC) Students) -এর কথা বলা হয়েছে।
কারা এই Dr. Ambedkar Post-Matric Scholarship-এর জন্যে আবেদন করতে পারবেন ?
আর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণীর প্রার্থী যারা EBC শ্রেণীভুক্ত শিক্ষার্থী, পোস্ট-ম্যাট্রিক কোর্স করার জন্যে এই বৃত্তির জন্যে আবেদন করতে পারবেন ।
SC/ST/OBC শ্রেণীর প্রার্থীরা এই বৃত্তির জন্যে আবেদন করতে পারবেন কি ?
না , SC/ST/OBC শ্রেণীর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবেন না। তাদের জন্যে আরও অন্যান্য বৃত্তির ব্যবস্তা রয়েছে । এই বৃত্তি টি কেবলমাত্র সাধারণ EBC শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে প্রযোজ্য ।