ইন্ডিয়ান এগ্রিকাল্চারাল রিসার্চ ইন্সটিটিউট (IARI) দিচ্ছে স্কলারশীপ (Scholarships) নিয়ে পড়াশোনা করার দারুন সুযোগ, জানুন বিস্তারিত।

স্কলারশীপ (Scholarships) নিয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান এগ্রিকাল্চারাল রিসার্চ ইন্সটিটিউট (IARI)। কারা পাবেন স্কলারশীপ ? কোন কোর্সের জন্যে পাবেন স্কলারশীপ ? স্কলারশিপের জন্যে আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন ? কত দিনের জন্যে , কি হারে দেওয়া হবে স্কলারশীপ ? আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে পারেন। আজকের এই আর্টিকেলে IARI Scholarships নিয়ে আলোচনা করা হল।

স্কলারশিপের সুযোগ কারা পাবেন ? কত দিনের জন্যে পাবেন ?

  • ইন্ডিয়ান এগ্রিকাল্চারাল রিসার্চ ইন্সটিটিউট (IRAI) -এ যারা স্নাতকোত্তর কোর্সে MSc / PhD -এর জন্যে অ্যাডমিশন নেবেন তারাই এই স্কলারশিপের জন্যে বিবেচিত হবেন।
  • আই. এ. আর. আই. স্কলারশিপে রয়েছে দুইরকম কোর্সের জন্যে আলাদা আলাদা স্কলারশিপের ব্যবস্থা । যারা আইএআরআই তে দুই বছরের M.Sc. কোর্স করছেন বা করতে ইচ্ছুক তাদের জন্যে রয়েছে জুনিয়র স্কলারশিপের ব্যবস্থা । যারা তিন বছরের পিএইচডি (PhD) কোর্স করছেন তাদের জন্যে রয়েছে সিনিয়র স্কলারশিপের ব্যবস্থা ।
  • প্রাথমিক পর্যায়ে দুই ক্ষেত্রেই প্রথম এক বছরের জন্যে দেওয়া হবে স্কলারশীপ । পরবর্তীতে রেজাল্টের নিরিখে MSc ও PhD কোর্সের ক্ষেত্রে যথাক্রমে এক বছর এবং দুই বছরের জন্যে স্কলারশিপের মেয়াদ বাড়ানো হবে।
  • সম্প্রসারিত মেয়াদের ক্ষেত্রে MSc /PhD কোর্সের জন্যে যথাক্রমে তিন বছর তিন মাস এবং চার বছর ছয় মাসের অধিক সময়ের জন্যে স্কলারশীপ দেওয়া হবেন।
  • জুনিয়র এবং সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে MSc এবং PhD কোর্সের জন্যে প্রতি মাসে যথাক্রমে ৭৫৬০/- এবং ১০৫০০/- টাকা দেওয়া হবে । এছাড়াও প্রতি শিক্ষাবর্ষে দুই কোর্সের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ /- এবং ১০০০০ /- টাকা আনুষঙ্গিক অনুদান দেওয়া হবে।

স্কলারশিপের জন্যে কি যোগ্যতার প্রয়োজন ?

  • এই স্কলারশিপ সহ MSc বা পিএইচডি কোর্সে আবেদন করার জন্য প্রার্থী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কেবলমাত্র ভারতীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন ।
  • এগ্রিকাল্চারাল ইঞ্জিনিয়ারিং -এ M.Sc/M.Tech এর জন্যে স্কলারশিপ সহ ভর্তি (M.Tech/M.Sc in Agricultural Engineering at IARI) হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ১০+২+৪ অথবা ১০+২০+৩ অথবা ১০+১+৪ প্রোগ্রামে B.Sc পাস করে থাকতে হবে। যারা ১৯৮৫ সালের আগে ১০+২+২ প্রোগ্রামে B.Sc পাস করেছেন তারাও যোগ্য। আবেদন করার আগে নোটিশ দেখে নেবেন ।
  • এগ্রিকাল্চারাল ইঞ্জিনিয়ারিং -এ পিএইচডি (PhD in Agricultural Engineering at IARI) তে স্কলারশিপ সহ ভর্তি হওয়ার জন্যে সাধারণ প্রার্থীকে ৬০% নম্বর সহ অথবা ৭.৫/১০ বা ৩.৭৫/৫ বা ৩/৪ বা ২.১০/৩ OGPA সহ M.Sc/M.Tech পাস করতে হবে। SC/ST/PC প্রার্থী দের ক্ষেত্রে ৫৫% অথবা ৭/১০ বা ৩.৫/৫ বা ২.৮০/৪ বা ২.১০/৩ OGPA সহ M.Sc/M.Tech পাস করতে হবে।
  • এই স্কলারশিপের জন্যে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম ২১ বছর বয়স্ক হতে হবে। যাহা ভর্তির বছরের ৩১ জুলাই তারিখ অনুসারে দেখা হবে। এছাড়া বয়সের ক্ষেত্রে আর কোন প্রকার ছাড় নেই ।

কিভাবে আবেদন করবেন (Scholarship at IARI) ?

  • প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট http://www.iari.res.in থেকে ইনফরমেশন বুলেটিন, অ্যাডমিট কার্ড, আবেদন পত্র এবং একনলেজমেন্ট কার্ড পেতে পারেন। এর জন্য আবেদন পত্রের সাথে সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ৫০০ ( SC/ST/PC প্রার্থীদের ২৫০ টাকা) টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা করতে হবে।
  • এছাড়াও অফলাইনেও আপনি Syndicate Bank-এর Pusa Campus শাখা থেকে নির্ধারিত মূল্য জমা করেও আবেদন পত্র এবং ইনফরমেশন বুলেটিন পেতে পারেন।
  • সম্পূর্ণভাবে পূর্ণ করা আবেদন পত্র প্রতিষ্ঠানের ঠিকানা : Registrar, Post Graduate School, Indian Agricultural Research Institute, New Delhi 110 012 -তে পাঠাতে হবে ।

কি কি ডকুমেন্টের প্রয়োজন ??

এই কোর্সে আবেদন করার জন্যে প্রার্থীকে নিম্নলিখিত ডকুমেন্ট জমা করতে হবে :

  • ১. জন্ম তারিখের প্রমাণপত্র।
  • ২. মেট্রিকুলেশন (10th) বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশীট ।
  • ৩. ইন্টারমিডিয়েট (১২th) পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশীট।
  • ৪. ব্যাচেলর ডিগ্রি -এর সার্টিফিকেট এবং মার্কশীট।
  • ৫. কোর্স কম্প্লিট সার্টিফিকেট।
  • ৬. প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ।
  • ৭. নিজের দুটি সাম্প্রতিক পাসপোর্ট ফটো ।

আশা করা যায় আমাদের লেখা এই প্রতিবেদন থেকে আপনি উপকৃত হয়েছেন । আশা করি আপনি এই প্রতিবেদনটি অবশ্যই আপনার বন্ধু-পরিজনদের সাথে শেয়ার করবেন।

আপনার মনে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs):

১. IARI -এর কোন স্কিমের কথা বলা হয়েছে ?

এই প্রতিবেদনে ইন্ডিয়ান এগ্রিকাল্চারাল রিসার্চ ইন্সটিটিউট (Indian Agricultural Research Institute – IARI) -এর জুনিয়র এবং সিনিয়র স্কলারশিপের কথা বলা হয়েছে। যাহা এই প্রতিষ্ঠানে MSc এবং PhD কোর্সে পড়াশোনা করার জন্য দেওয়া হয়ে থাকে।

২. এই স্কিমে কি কি সুবিধা পাবেন ?

এই স্কিমে পড়াশোনা চলাকালীন স্কলারশীপ রূপে আর্থিক সহায়তা পাবেন ।

৩. এই স্কিমে কত টাকার আর্থিক সুবিধা পাবেন ?

এই স্কলারশীপ স্কিমে (IARI Scholarship for MSc and PhD) পাঠরতকালীন MSc এবং PhD কোর্সের জন্যে মাসিক যথাক্রমে ৭৫৬০/- এবং ১০৫০০/- টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে ।
এছাড়াও প্রতি শিক্ষাবর্ষে দুই কোর্সের ক্ষেত্রে যথাক্রমে ৬০০/- এবং ১০০০০ /- টাকা আনুষঙ্গিক অনুদান দেওয়া হবে।

৪. M.Sc/M.Tech কোর্সে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন ?

M.Sc/M.Tech এর জন্যে স্কলারশিপ সহ ভর্তি (M.Tech/M.Sc in Agricultural Engineering at IARI) হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ১০+২+৪ অথবা ১০+২০+৩ অথবা ১০+১+৪ প্রোগ্রামে B.Sc পাস করে থাকতে হবে।
তবে যারা ১৯৮৫ সালের আগে ১০+২+২ প্রোগ্রামে B.Sc পাস করেছেন তারাও যোগ্য।

৫. পিএইচডি কোর্সে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন ?

পিএইচডি (PhD in Agricultural Engineering at IARI) তে স্কলারশিপ সহ ভর্তি হওয়ার জন্যে সাধারণ প্রার্থীকে ৬০% নম্বর সহ অথবা ৭.৫/১০ বা ৩.৭৫/৫ বা ৩/৪ বা ২.১০/৩ OGPA সহ M.Sc/M.Tech পাস করতে হবে।
SC/ST/PC প্রার্থী দের ক্ষেত্রে ৫৫% অথবা ৭/১০ বা ৩.৫/৫ বা ২.৮০/৪ বা ২.১০/৩ OGPA সহ M.Sc/M.Tech পাস করতে হবে।

৬. এই কোর্সের জন্যে বয়স সীমা কত ??

এই স্কলারশিপের জন্যে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম ২১ বছর বয়স্ক হতে হবে। যাহা ভর্তির বছরের ৩১ জুলাই তারিখ অনুসারে দেখা হবে।
এছাড়া বয়সের ক্ষেত্রে আর কোন প্রকার ছাড় নেই ।

৭.আবেদন করার জন্যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন ??

এই কোর্সে আবেদন করার জন্যে প্রার্থীকে নিম্নলিখিত ডকুমেন্ট জমা করতে হবে :
১. জন্ম তারিখের প্রমাণপত্র।
২. মেট্রিকুলেশন (10th) বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশীট ।
৩. ইন্টারমিডিয়েট (১২th) পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশীট।
৪. ব্যাচেলর ডিগ্রি -এর সার্টিফিকেট এবং মার্কশীট।
৫. কোর্স কম্প্লিট সার্টিফিকেট।
৬. প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ।
৭. নিজের দুটি সাম্প্রতিক পাসপোর্ট ফটো ।

৮. কিভাবে আবেদন করবেন ?

এই স্কলারশিপের জন্যে অনলাইন এবং অফলাইন , দুইভাবেই আবেদন করতে পারবেন ।

Leave a Comment