১০ লাখ পর্যন্ত টাকা লোন দিচ্ছে সরকার, কারা কিভাবে পাবেন Student Credit Card? কিভাবে করবেন আবেদন জেনে নিন এখনি।

Student Credit Card Scheme: আমাদের দেশে ঘরে এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছেন যারা বিভিন্ন কারনে আর্থিক অনটনের জন্যে তাদের উচ্চ শিক্ষা সম্পূর্ণ করতে পারেন না। অনেক মেধাবী ছেলে মেয়েই এইভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত থেকেই যান। আর কোন চিন্তার কারণ নেই, পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এক বিশেষ স্কীম : ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কীম (WBCC: West Bengal Student Credit Card Scheme)। এই স্কিমের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য ১০ টাকা পর্যন্ত আর্থিক লোন সহায়তা পেতে পারেন আপনি । কিভাবে পাবেন ১০ লাখ পর্যন্ত লোন ? কারা কারা পাবেন লোন ? কিভাবে করবেন আবেদন ? সবকিছু জানতে পারবেন আমাদের এই প্রতিবেদনে।

WBCC: West Bengal Student Credit Card Scheme টি তে কি পাবেন ?

এই WBCC: West Bengal Student Credit Card Scheme -এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেশের মধ্যে কিংবা বাইরে যেকোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মান্যতা প্রাপ্ত কোন প্রতিষ্ঠানে সেকেন্ডারী, হাই শেকেন্ডারী , মাদ্রাসা , গ্র্যাজুয়েট , পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাভের জন্যে সহায়তা পাবেন। এমনকি যেকোনো পেশাদার কোর্সের জন্যেও এই স্কিমের আওতায় সহায়তা পাওয়া যাবে। যারা বিভিন্ন কোচিং ইন্সটিটিউটে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, WBCS, UPSC, Rail, Bank ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন তারাও এই স্কিমের আওতায় সহায়তা পেতে পারেন।

কি সুবিধা পাবেন এই Student Credit Card স্কিমে ? কত টাকা পাবেন ?

  • এই Student Credit Card স্কিমের আওতায় সর্বাধিক ১০০০০০০ টাকা পর্যন্ত লোন সহায়তা পাওয়া যেতে পারে , যার জন্যে দিতে হবে কেবলমাত্র ৪% বার্ষিক সরল সুদ। কোন প্রকার প্রোসেসিং ফি-ও নেই।
  • SCC স্কিমের আওতায় প্রাপ্ত ঋণ পরিশোধ করার জন্যে ১৫ বছর পর্যন্ত সময় পাওয়া যাবে।
  • পড়াশোনা চলাকালীন এই সুদ শোধ করলে ১% সুদের হার মকুব হবে ।
  • কোর্স চাল কালীন যেকোনো সময় ছাত্র-ছাত্রীরা এই লোন থেকে টাকা তুলতে পারেন।
  • এই লোন পাওয়ার জন্যে পড়ুয়া এবং তাদের পিতামাতা কিংবা লিগাল গার্ডিয়ান কে একই সাথে আবেদন করতে হবে।
  • পড়ুয়া কে এই লোনের জন্যে কোন প্রকার সিকিউরিটি জমা করতে হবেনা।
  • পড়ুয়ার বাবা-মা কিংবা গার্ডিয়ান কেও কোন প্রকার সিকিউরিটি বা কোলেটেরাল জমা করতে হবেনা ।
  • এই লোনের জন্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যাংকের সাথে আলাদা এগ্রীমেণ্ট বা চুক্তি করবে।
  • এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আওতায় লোন রাশির বরাবর Life Insurance -ও থাকবে পড়ুয়ার জন্য।

কারা যোগ্য এই Student Credit Card-এর জন্য ? কারা আবেদন করতে পারবেন ?

  • যেসকল পড়ুয়া যারা বা যাদের পরিবার পশ্চিমবঙ্গে ১০ বছর ধরে স্থায়ী বাসিন্দা, তারা এই Student Credit Card স্কিমের আওতায় আবেদন করতে পারবেন।
  • SCC স্কিমে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো বোর্ড থেকে নূন্যতম ক্লাস নাইন পাস করতে হবে। পড়ুয়া কে ক্লাস X অথবা XI -এর , স্বীকৃত উচ্চ প্রতিষ্ঠানের অথবা কোচিং ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষায় ভর্তি হতে হবে, অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেকোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে হবে ।
  • এই SCC স্কিমে আবেদন করার জনও পড়ুয়ার সর্বাধিক বয়স সীমা ৪০ বছর ।
  • উচ্চ শিক্ষার জন্যে কোর্স চলাকালীন যেকোনো সময়েই এই স্কিমের জন্যে আবেদন করতে পারবেন ।
  • এই স্কিমে লোন পাওয়ার জন্যে কোর্সে প্রাপ্ত নম্বরের কোন সম্পর্ক নেই।

Student Credit Card স্কিমের জন্যে কিভাবে আবেদন করবেন ?

  • যোগ্য আবেদনকারী WBSCC Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট ঋণের জন্যে অনলাইন আবেদন করতে পারবেন ।
  • তারপর আবেদনকারীকে “STUDENT REGISTRATION” অপশনে ক্লিক করতে হবে এবং তারপর দেশের মধ্যে বা বাইরের প্রতিষ্ঠানে ক্লিক করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে “SUBMIT” ক্লিক করলেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে এরপর “Student Login” -এ ক্লিক করতে হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে ।
  • লগিন করার পর “Applicant Dashboard” -এ আপনার সকল প্রকার তথ্য যেমন পার্সোনাল ডীটেলস ,পারমানেন্ট এড্রেস , প্রেজেন্ট এড্রেস , ব্যাংক ডীটেলস , ইত্যাদি দিতে হবে ।
  • প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। Submit -এ ক্লিক করে আপনার আবেদনটি জমা করতে হবে।

আবেদন করার জন্যে কি কি ডকুমেন্ট লাগবে ?

West Bengal Student Credit Card স্কিমের আওতায় আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট গুলি লাগবে :

  • সাম্প্রতিক রঙিন ফটোগ্রাফ : 50KB-20KB এর jpg/jpeg ফরম্যাটে রঙিন ফটো লাগবে।
  • সহ-আবেদনকারীর রঙিন ফটোগ্রাফ : 50KB-20KB এর jpg/jpeg ফরম্যাটে সহ-আবেদনকারীর রঙিন ফটো লাগবে।
  • মূল আবেদনকারীর সিগনেচার : 50KB-10KB এর jpg/jpeg ফরম্যাটে আবেদনকারীর সিগনেচার প্রয়োজন।
  • সহ-আবেদনকারীর সিগনেচার : 50KB-10KB এর jpg/jpeg ফরম্যাটে সহ-আবেদনকারীর সিগনেচার প্রয়োজন।
  • পড়ুয়ার আধার কার্ড : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • পড়ুয়ার/মূল আবেদনকারীর বয়সের প্রমাণপত্র : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রমাণপত্র : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • মূল আবেদনকারীর PAN Card : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • সহ-আবেদনকারীর PAN Card : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • প্রতিষ্ঠান বা কোচিং ইনস্টিটিউটের প্রসপেক্টাস / সার্টিফিকেট : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।
  • শেষ দেওয়া পরীক্ষার মার্কশীট / সার্টিফিকেট : .pdf ফরম্যাটে 50-400 KB এর মধ্যে।

আপনার মনে সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQs):

WBSCC স্কিমের প্রধান সুবিধা কি ?

West Bengal Student Credit Card স্কিমের আওতায় উচ্চ শিক্ষার জন্যে সর্বাধিক ১০০০০০০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। মাত্র ৪% বার্ষিক সরল সুদে এই ঋণ পাওয়া যায় ।

এই স্কিমের আবেদন করার জন্যে বয়স সীমা কত ?

এই WBSCC স্কিমে আবেদন করার জন্য সর্বাধিক বয়স সীমা ৪০ বছর নির্ধারিত করা হয়েছে ।

কোন কোন কোর্সের জন্য এই স্কিমের সুবিধা নেওয়া যাবে ?

যেকোনো উচ্চ শিক্ষার জন্যে যেমন ১০th , ১২th , গ্র্যাজুয়েট , পোস্ট-গ্র্যাজুয়েট , যেকোনো পেশাগত উচ্চ শিক্ষা, যেকোনো ইন্টিগ্রেটেড কোর্স-এ উচ্চ শিক্ষার জন্যে এই ঋণের সুবিধা নেওয়া যাবে।

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যে কি কোল্যাটারাল সিকিউরিটি জমা করার প্রয়োজন ?

না , এই স্কিমে ঋণ নেওয়ার জন্যে কোন প্রকার কোল্যাটারাল সিকিউরিটি জমা করার প্রয়োজন নেই ।

এই স্কিমের জন্যে কিভাবে করবেন আবেদন ?

অনলাইন , এই স্কিমের জন্য অনলাইন আবেদন করতে হবে । তার জন্য স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে এবং তারপর লগিন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে ।

রাজ্যের বাইরে পড়াশোনা করার জন্যে এই স্কিমের সুবিধা পাওয়া যায় কি ?

হ্যাঁ , রাজ্যের বাইরে উচ্চ শিক্ষার জন্যেও এই স্কিমের সুবিধা পাওয়া যায়। কিন্তু প্রার্থী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

দেশের বাইরে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ঋণ পাওয়া যায় কি ?

হ্যাঁ , দেশের বাইরেও উচ্চ শিক্ষার জন্যেও এই স্কিমের সুবিধা পাওয়া যায়। কিন্তু প্রার্থী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Leave a Comment